টাইগার ওপেনার তামিম ইকবাল ওয়ানডেতে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তামিমের নবম সেঞ্চুরি এটি।
- আজ দলীয় ৯৫ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। এরপর জুটি বাঁধেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা দু’জন টেনে নিয়ে যাচ্ছেন দলকে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৪ ওভারে দুই উইকেট হারিয়ে ২৬০ রান।
ব্যক্তিগত ১০০ রান করে অপরাজিত আছেন তামিম ইকবাল। আর মুশফিকুর রহিম অপরাজিত আছেন ব্যক্তিগত ৬২ রান করে।
সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ইনিংসের ১২তম ওভারের শেষ বলে আপার কাট করতে গিয়ে ডিপ কাভারে বেয়ারস্টোর হাতে ধরা পড়েন সৌম্য। ৩৪ বল খেলে ২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।
অন্যদিকে, থিতু হতে পারলেন না ইমরুল কায়েস। সাজঘরে ফিরে গেলেন ব্যক্তিগত ১৯ রান করে। ইনিংসের ২০তম ওভারে লিয়াম প্লানকেটকে উড়িয়ে মারতে গিয়ে মার্ক উডের হাতে ধরা পড়েন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচটিতে টস হেরে এখন ব্যাট করছে বাংলাদেশ। আজ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। বাংলাদেশের বোলিং লাইন আপে আজ তিন পেসার রয়েছেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পেশাল কোনও স্পিনার নেই।
মেহেদী হাসান মিরাজ বা সানজামুলের কাউকেই একাদশে রাখা হয়নি। একাদশে আজ ব্যাটসম্যানদের সংখ্যা বাড়ানো হয়েছে। একাদশে আছেন ইমরুল কায়েস। অর্থাৎ, বাংলাদেশ আজ আট ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে।