ইচ্ছা করলেই ধূমপান ত্যাগ করা যায়।’তামাকমুক্ত দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ধূমপান সম্পূর্ণ ইচ্ছাশক্তির ওপর নির্ভরশীল। আমরা ইচ্ছে করেছি বিধায় আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আমাদের ইচ্ছাশক্তি দুর্বল ছিল বিধায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরে গেছে। তবে এটি ছিল সম্পূর্ণ ইচ্ছাশক্তির ঘাটতি।
‘চাইলেই দেশ থেকে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ করা সম্ভব নয়’ এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও সিগারেটের ওপর কর বাড়াতে চান না। আমি সরকারকে বিড়ির ওপর কর কমিয়ে সিগারেটের ওপর কর বাড়ানোর পরামর্শ দিয়েছিলাম। সেটিও এখনো প্রক্রিয়াধীন।”
ইনু আরও বলেন, ‘সরকার এখনো তামাক নিষিদ্ধ করেনি। তবে সিগারেটের ওপর কর বাড়িয়েছে। ২০১৩ সালের আইনে ধূমপানের জরিমানা বাড়ানো হয়েছে। সেখানে ২০০ থেকে ৩০০ করা হয়েছে। কিন্তু জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে আমি এখনো এমন কোনো্ খবর পাইনি। তবে আমি যতটুকু শুনেছি এই টাকা পুলিশের পকেটে ঢোকে।’
তিনি বলেন, ‘আমি সরকারকে সুপারিশ করেছি বিড়ির ওপর কর কমিয়ে সিগারেটের ওপর কর বাড়ানোর জন্য। তবে সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা সিগারেটের ওপর কর বাড়াতে চান না।’
এবারের তামাকমু্ক্ত দিবসের প্রতিপাদ্য হলো ‘তামাক-সমাজ ও দেশের উন্নতির জন্য প্রতিবন্ধক’।
আয়োজন সংগঠনের সভাপতি ডা. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিনেতা হাসান ইমাম, মানসের সাধারণ সম্পাদক অভিনেতা ইলিয়া্স কাঞ্চন প্রমুখ।