বন্দরে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেয়ার আশ্বাস দিয়ে ঘুষ নেয়ার অভিযোগের মামলায় শিক্ষক শ্যামল কান্তি ভক্ত জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের।
বুধবার নারায়ণগঞ্জ আদালত সাংসদ সেলিম ওসমান কর্তৃক লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের জামিন মঞ্জুর করে।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালে শুনানি শেষে আদালত আগামী ২০ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেছে।