অন্তত ৫শ ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছ পালা উপড়ে গেছে হাজারেরও অধিক ঘুর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে সৃষ্ট ঝড়ে সাতকানিয়ায়। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্যাহর সাথে আলাপ করে এ তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি বলে ধারনা করা হচ্ছে। জানা যায়,কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় মোরার প্রভাবে মঙ্গলবার সকাল আটটা থেকে তীব্র ধমকা হাওয়া শুরু হয়। সেই থাকে চলে গুড়ি গুড়ি বৃষ্টি। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বাতাসের তীব্রতাও। এ অবস্থা চলে দুপুর ১২ টা পর্যন্ত। এ ঝড়ে গাছ পারা পড়ে অন্তত ৫শ বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী গোলাম সরওয়ার বলেন, ঘুর্ণিঝড় মোরার কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৈদ্যুতিক ক্যাবলের উপর অসংখ্য গাছ পালা পড়ায় বিদ্যুৎ সংযোগ চালু করতে অন্তত ২ দিন লেগে যেতে পারে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘুর্ণিঝড়ে ঘর বাড়ি, গাছ পালা ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির চিত্র আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে সংগ্রহ করছি। তা জেলা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্থদের জন্য ত্রান সহায়তা চাওয়া হবে।