ভারত নিয়মিত বিরতিতে দুই উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়ে । কিন্তু তৃতীয় উইকেট জুটিতে শিখর ধাওয়ান আর দীনেশ কার্তিক মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত প্রথম বলেই শিকার ধরেন রুবেল হোসেন। রোহিত শর্মাকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান এই টাইগার পেসার। এরপর নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই অজিঙ্কা রাহানেকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে ১১ রান করেছেন রাহানে।

চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ের আগে দ্বিতীয় প্রস্তুতিতে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৩.৩০টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান, থ্রি, স্টার এইচডি ওয়ান, থ্রি এবং হটস্টার।

আজকের ম্যাচে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বিশ্রামে রাখা হয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে আজ নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এদিকে পাকিস্তানের বিপক্ষে মাঠের বাইরে থাকা মোস্তাফিজুর রহমান আজ ফিরেছেন।

প্রস্তুতি ম্যাচের কারণে উভয় দল তাদের স্কোয়াডের সকল ক্রিকেটারদের পরখ করতে পারবে। তাই নিয়ম অনুযায়ী ১১জন ক্রিকেটার বোলিং ও ফিল্ডিং করতে পারবে।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম।

ভারত দল:

বিরাট কোহলি (অধিনায়ক), মোহাম্মদ সামি, রবিচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহ, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, কেদার যাদব, দীনেশ কার্তিক, হারধিক পান্ডিয়া, আজিংকা রাহানে, রোহিত শর্মা, উমেশ যাদব, যুবরাজ সিং, মনিষ পান্ডে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031