সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভকারীদের মুক্তি দাবি করেছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি (এমওএসসি)। সংগঠনটির পক্ষে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার শাহবাগে ভাস্কর্য অপসারণের বিরুদ্ধে আয়োজিত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল থেকে পুলিশ চারজনকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি পুলিশের এই আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত চারজনসহ মোট ১৫০জনের বিরুদ্ধে দাঙ্গা, অনুমতি ছাড়া সমাবেশ, ইচ্ছাকৃতভাবে পুলিশকে আঘাত, পুলিশের কর্তব্যকাজে বাধা, এমনকি পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। নির্দোষ নাগরিকদের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আমাদের গণতন্ত্র, সংবিধান এবং অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ বলে এমওএসসি মনে করে। আমরা এই চারজনের অনতিবিলম্বে মুক্তি, শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে নাগরিকদের প্রতি রাষ্ট্রের বারবার হয়রানিমূলক আচরণ এবং পুলিশের যথেচ্ছ আচরণ এবং দায়ীদের বিরুদ্ধে অনুসন্ধানের দাবি জানাচ্ছি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |