বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে । বার্মিংহ্যামের এজবাস্টনে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট ৩৪১ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৪২ রান।

টস জিতে শুরুতেই সৌম্যকে হারায় বাংলাদেশ। দলীয় ২৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান সৌম্য। আউট হওয়ার আগে ২২ বলে ১৯ রান করেছেন তিনি। সৌম্য ফিরলেও ইমরুলকে নিয়ে দেখেশুনে খেলে যান তামিম। বলের গুনাগুণ বিবেচনা করে ৪১ বলে ৭ চার ২ ছয়ে ঝড়ো ফিফটি পূর্ণ করেন তামিম ইকবাল। শেষমেশ ১০২ রানে থেমেছে তামিমের ইনিংস।

অর্ধশতকের দেখা পান ইমরুল কায়েস। প্যাভিলিয়নে ফেরার আগে ৬২ বলে ৮ চারে ইমরুল তার ইনিংসটি সাজিয়েছেন। চার রানের জন্য ফিফটি হয়নি মুশফিকের। ৪৬ রান করেই আউট হয়েছেন মুশি। তাছাড়া সাকিব ২৩ আর রিয়াদ দলকে ২৯ করে উপহার দিয়েছেন। শেষ দিকে মোসাদ্দেকের ২৬ ও মিরাজের ১৩ রান দলের সংগ্রহে অবদান রাখে।

পাক বোলাদের হয়ে একাই ৪টি উইকেট শিকার করেছেন জুনায়েদ খান। ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন শাদাব খান এবং হাসান আলি।

বাংলাদেশ দল:

ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

পাকিস্তান দল:

আহমেদ শেহজাদ আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031