ডিবি পুলিশ বঙ্গবন্ধু স্বরণীর ভিআইপি প্লাজার নিচতলার দোকান থেকে ৪০৮ ক্যান বিয়ার ও ছয় বোতল বিদেশি মদসহ জসীম নামে এক যুবককে আটক করেছে কিশোরগঞ্জের ভৈরবে।
জসীম জেলার বাজিতপুর উপজেলার মাইঝচর ইউনিয়নের বাহেরবালি গ্রামের রহিছ মিয়ার ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক ওসমান গণি আটক জসীমের বিরুদ্ধে মামলা করার পর ভৈরব থানায় সোপর্দ করেন।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে বুধবার বিকালে ডিবি পুলিশ ভৈরব শহরের বঙ্গবন্ধু স্বরণীর ভিআইপি প্লাজার মালিকানাধীন বিল্ডিংয়ের নিচতলার দুটি গোদাম ঘরে তল্লাশি চালায়। এ সময় ওই গোদাম দুটি থেকে ৪০৮ ক্যান বিয়ার এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।