তামিম ইকবাল ওয়ানডে ক্যারিয়ারের ৩৬তম অর্ধশতক পূর্ণ করলেন । এতে দলীয় ১০০ রানের কোঠা স্পর্শ করে বাংলাদেশ। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০২/-১। দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন তামিম ইকবাল-সাব্বির রহমান। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৮/১-এ। ইনিংসের প্রথম বলেই কিউই স্পিনার জিতেন প্যাটেলকে ক্রিজ ছেড়ে বেরিয়ে সপাটে ছক্কা হাঁকান তামিম ইকবাল। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন বাংলাদেশি এ ওপেনার। আর ইনিংসের তৃতীয় বলে উইকেট খোয়ালেন বাংলাদেশের ইনফর্ম ওপেনার সৌম্য সরকার। কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দেন গত টানা দুই ম্যাচে অর্ধশতকের কৃতিত্ব দেখানো সৌম্য। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩/১। এর আগে ইনিংসের ২৮.১ ওভারে ১৫৬/১ সংগ্রহ নিয়ে বড় সংগ্রহের পথে ছিল নিউজিল্যান্ড। তবে পরের ৭০ রানে ছয় উইকেট তুলে নিয়ে কিউইদের লাগাম টানেন টাইগাররা। ৪৩.১তম ওভারে দলীয় ২২৬ রানে  কিউই আট নম্বর ব্যাটসম্যান কলিন মানরোকে সাজঘরে ফেরান মাশরাফি। আর ২৭০/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড। বল হাতে সাকিব আল হাসান, নাসির হোসেন ও মাশরাফি বিন মুর্তজা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজ ও রুবেল হোসেন।

প্রথম ওভারেই মাশরাফির ডেলিভারিতে কিউই ওপেনার টম ল্যাথামের ক্যাচ হাতছাড়া করেন নাসির হোসেন। তবে টাইগারদের জন্য বিপজ্জনক হয়ে জুটি ভাঙেন অফস্পিনার নাসির হোসেনই। নাসিরের ডেলভারিতে নেইল ব্রুমের ক্যাচটি লুফে নেন মাশরাফি। পরে নাসির সরাসরি বোল্ড করে দেন ল্যাথামকে। এতে ৩০.১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৬৭/৩-এ। ক্রিজে ব্যাট হাতে একবার করে জীবন পেয়েছিলেন উভয়েই।  আর সুযোগটা কাজে লাগান তারা দারুণভাবে। নিউজিল্যান্ড ইনিংসের  দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়লেন ওপেনার টম ল্যাথাম ও ওয়ানডাউন ব্যাটসম্যান নেইল ব্রুম। ২৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১২৫/১। উইকেট দেয়ার আগে ল্যাথাম ৮৪ ও ব্রুম করেন  ৬৩ রান। এর আগে ১৪.৪তম ওভারে নিজের বোলিংয়ে ফিরতি ক্যাচ মিস করেন মোসাদ্দেক হোসেন। কিউই ব্যাটসম্যান নেইল ব্রুমের আলতো ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন মোসাদ্দেক। এ সময় মোসাদ্দেকের সামনে  ছিলেন কিউই অপর ব্যাটসম্যান টম ল্যাথাম। আর ল্যাথাম বাধা দেয়ায় ক্রাচ নিতে পারেননি বলে আম্পায়ারের  কাছে আবেদন করেন মোসাদ্দেক। তবে রিপ্লে দেখে আবেদন নাকচ করেন ম্যাচের থার্ড আম্পায়ার। ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮৩/১-এ। ৮.৪তম ওভারে দলীয় ৫০ রান পূর্ণ হয় নিউজিল্যান্ডের । ব্যক্তিগত ৩৪ রানে ব্যাট করছিলেন ক্রিজে জীবন পাওয়া কিউই অধিনায়ক টম ল্যাথাম। নিজের দ্বিতীয় ওভারেই বল হাতে আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের ৩.৪তম ওভারে মোস্তাফিজের ডেলিভারিতে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার লুক রনকি। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৩/১-এ। নাটকীয় শুরুতে ব্যাট হাতে বেঁচে যান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। মাশরাফি বিন মুর্তজার প্রথম বলে কট বিহাইন্ডের আবেদন নাকচ করেন আম্পায়ার। আম্পায়ার দেন ওয়াইড বলের সিদ্ধান্ত। দ্বিতীয় বলে ল্যাথাম বাঁচেন এলবিডাব্লিউর আবেদন থেকে। আর ওভারের তৃতীয় বলটি আলতো টোকায় শর্ট লেগে তুলে দেন কিউই ওপেনার টম ল্যাথাম। কিন্তু শর্ট লেগে  সহজ ক্যাচ হাতছাড়া করেন টাইগার ফিল্ডার নাসির হোসেন।   বুধবার ত্রিদেশীয় সিরিজের  শেষ ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  আগের ম্যাচে ওয়ানডে অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার সানজামুল ইসলামের বদলে বাংলাদেশ একাদশে সুযোগ নিয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। ডাবলিনে আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয় কুড়ায় বাংলাদেশ। এতে ১৮১ রানে গুঁড়িয়ে যায় স্বাগতিক আয়ারল্যান্ডের ইনিংস। বাংলাদেশের বল হাতে ৯ ওভারের স্পেলে মাত্র ২৩ রানে চার উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান । আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজর প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুইবার ও বাংলাদেশের বিপক্ষে প্রথম সাক্ষাতে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। তবে বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে সরিয়ে ৬ষ্ঠ স্থানে উঠে আসবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031