বুধবার (২৪ মে) সকালে মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে।
অভিযানকালে আগ্রাবাদস্থ কর্ণফুলী মার্কেট ও দেওয়ানহাট কাঁচা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও বাজার দর মনিটরিং করা হয়। মনিটরিং কালে সব দোকানে মূল্য তালিকা টাঙানো ও সঠিক ওজনের বিষয়টি নিশ্চিত করা হয় এবং যে সব দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি তাদেরকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে মূল্য তালিকা টাঙানোর জন্য নির্দেশ দেওয় হয়।
পবিত্র রমজান মাসে বাজার তদারকির এই কার্যক্রম অব্যাহত থাকবে। একই অভিযানে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার পার্শ্বে বুড়ির মাজার সংলগ্ন মসজিদের পিছনে মহেশখালের অংশে অবৈধভাবে মাটি ভরাটের কাজ বন্ধ করা হয়।
এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।