অর্থমন্ত্রী দুই বছরের মধ্যে বিড়ি তুলে দিতে চাই  এই বক্তব্যের প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তরা বলেন, যতদিন এ দেশে সিগারেট থাকবে ততদিন বিড়িও থাকবে। কারণ, বিড়ি এ দেশেরই সম্পূর্ণ কাঁচামালে তৈরি। গরীব মানুষ তৈরি করে এবং গরীব মানুষ খায়। অর্থমন্ত্রী যে দুই বছরের মধ্যে বিড়ি শিল্প বিলুপ্তির ঘোষণা দিয়েছেন এর জন্য তীব্র নিন্দা প্রকাশ করে শ্রমিকনেতারা বলেন, যদি এই পথে অর্থমন্ত্রী অগ্রসর হন তাহলে দেশের বিড়ি শ্রমিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলে অর্থমন্ত্রীর পদত্যাগ ঘটাবে। বক্তরা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর সম্পূর্ণ কর মুক্ত রেখে নিম্নস্তরের সিগারেটের ওপর কর বৃদ্ধি করে শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মস্থানের নিশ্চয়তা রাখতে হবে। উল্লেখ্য, সম্প্রতি এনজিওদের প্রাক-বাজেট আলোচনা ও এনবিআরের পরমার্শক সভায় অর্থমন্ত্রী বিড়ি শিল্প নিয়ে বলেন, দুই বছরের মধ্যে বিড়িকে বিদায় করতে চাই। নেতারা অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘অর্থমন্ত্রীর মতো একজন বিচক্ষণ ও দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্যে আমরা হতাশ হয়েছি। সিগারেট ও বিড়ি একই গোত্রীয় পণ্য হওয়া সত্ত্বেও সিগারেটের প্রতি পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক, শ্রমঘন বিড়িশিল্পের জন্য হুমকি স্বরুপ।’ তারা এ বক্তব্য প্রত্যাাহারের পাশাপাশি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানান।
এদিকে একই দাবিতে সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। এছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ভৈরব, কুষ্টিয়া, খুলনা, টাংগাইল, বগুড়া, গাইবান্ধা, পটুয়াখালি, বরিশাল, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। এছাড়াও জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করা হয়েছে। যশোরের সাতক্ষীরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031