হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় যাত্রীবাহী তল্লাশী চালিয়ে সিরাজুল ইসলাম নামে এক যাত্রীর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ।
শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে উপজেলার ঘোড়ামারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সিরাজুল ইসলামকে আটক করেছে। তার বাড়ী কক্সবাজারে রামু এলাকায়।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ইনচার্জ সালেহ আহমদ পাঠান রাতে পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে সন্ধ্যায় ঘোড়ামারা এলাকায় যাত্রীবাহি বাস তল্লাশীকালে যাত্রী সিরাজুল ইসলামের কাছে এক হাজার ইয়াবা পাওয়া যায়। এতে তাকে আটক করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে জানায় পুলিশ।