পুলিশ ২ লাখ পিস ইয়াবাসহ চট্টগ্রামের আব্দুর রহিম নামে ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে । আজ শনিবার (২০ মে) সকালে আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত রহিম চট্টগ্রামে ইয়াবা পাচারের গডফাদার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক পাচারকারী সেলিমের ভাই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আনোয়ারা থানার কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি বলেন, বঙ্গোপসাগরের আনোয়ারা এলাকা দিয়ে নৌকায় করে ইয়াবাগুলো খালাস করার সময় পুলিশ খবর পেয়ে সেখান অভিযান চালায়। এসময় ২ লাখ পিস ইয়াবা পাচারকারী রহিমকে আটক করা হয়েছে।