কর্তৃপক্ষ অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিকেলের পরীক্ষা স্থগিত করেছে । আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পদে নিয়োগের বাছাইপর্বের সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় আরেক ভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই নিয়োগের বাছাইপর্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে রাতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায় বলে একাধিক পরীক্ষার্থী গণমাধ্যমকে জানান। সকাল ও বিকেল দুই ভাগের এই পরীক্ষায় ২ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। এর আগে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। গত ২১ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |