আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এ রায় ঘোষণা করার কথা রয়েছে। জাতিসংঘের শীর্ষ আদালত গুপ্তচর বৃত্তির দায়ে পাকিস্তানের সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ সুধির যাদবের ব্যাপারে আজ রায় ঘোষণা করবে।

 মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পাকিস্তানকে বিরত রাখতে ভারতের জরুরি আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক আদালত এ রায় ঘোষণা করতে যাচ্ছে।

আন্তর্জাতিক আদালতে ভারতের দায়ের করা কুলভূষণের মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার জরুরি এ শুনানিতে ভারত ও পাকিস্তান দুই পক্ষই হাজির ছিল। এতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়।

পাকিস্তানের এক সেনা আদালত ‘গুপ্তচরবৃত্তি ও সন্দেহজনক কার্যকলাপের’ দায়ে গত মাসেই ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কূলভূষণ সুধির যাদবের মৃত্যুদণ্ড দেয়। তারপর ভারতের পক্ষ থেকে ১৬ বার পাকিস্তানকে অনুরোধ জানানো হয় যে, সে দেশে বন্দি কুলভূষণের সঙ্গে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসকে যোগাযোগ করতে দেওয়া হোক। এক্ষেত্রে দিল্লির অভিযোগ ১৬ বারই ইসলামাবাদ এ অনুরোধ প্রত্যাখান করে। এ ব্যাপারে ভারতের বক্তব্য হচ্ছে এটা দূতাবাস সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা কনভেনশন সনদের পরিপন্থী। ভারত ওই অভিযোগ জানিয়ে গত ৮ মে আন্তর্জাতিক আদালতে একটি মামলা দায়ের করে। সোমবার ছিল ওই মামলার চুড়ান্ত শুনানি।

আদালত এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিয়েনা কনভেনশনের গুরুতর লংঘনের’ অভিযোগ এনে হেগের আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে। নয়াদিল্লির মতে, যাদবকে আটক করার পর দীর্ঘ সময় ভারত কিছু জানতে পারেনি। পাকিস্তান যাদবকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা এ ব্যাপারে ভারতকে ‘জানাতে ব্যর্থ হয়েছে’।

ফলে বুধবার হেগ ভিত্তিক ইউএন ট্রাইবুনালের এক বিবৃতিতে বলা হয়, ১৮ মে বৃহস্পতিবার কুলভূষণের ব্যাপারে ভারতের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে।

গত বছর বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যাদবকে গ্রেপ্তার করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাকিস্তান ভারতীয় নাগরিক কুলভূষণ সুধির যাদবকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, ‘যাদব ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন।’ তবে ভারত পাকিস্তানি কর্মকর্তাদের এ দাবি নাকচ করে জানান তিনি গুপ্তচর নন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031