প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমসের ফরিদপুরের আলফাডাঙ্গা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম নাঈমের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন । তিনি বলেছেন, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনা খুবই উদ্বেগের বিষয়। এটি চলতে থাকলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। গণমাধ্যমকে বিকশিত করতে দিতে হবে। স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাহলে গণতন্ত্রও শক্তিশালী হবে।’
ঢাকাটাইমসের প্রতিনিধির ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এই গণমাধ্যম বিশেষজ্ঞ বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা মুক্তবুদ্ধি চর্চার অন্তরায়। সাংবাদিক সংগঠনগুলোতেও এ বিষয়ে সোচ্চার হওয়া উচিত।’
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় সন্ত্রাসী তন্ময় উদ্দৌলা ঢাকাটাইমস প্রতিনিধির ওপর হামলা চালায়। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে। আহত সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈমকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তন্ময়ের বাড়ি আলফাডাঙ্গা সদরে। তার বাবার নাম অদর উদ্দৌলা।