শাহবাগ থানা পুলিশ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানে বাঁধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাধে। এ সময় পুলিশসহ ১২জন আহত হয়েছে। কয়েকটি গাড়িও ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাড়ে নয়টার দিকে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে। এরপর তারা সংখ্যায় বেশি হওয়ায় যানজট তৈরি হয়। পুলিশ তাদের সরে যেতে বললে শুরু হয় সংঘর্ষ।’
উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছে ডিপ্লোমা মেডিকেলের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো মধ্যে রয়েছে- ‘উচ্চ শিক্ষা, স্বতন্ত্র বোর্ড গঠন, পাশ করা ডিপ্লোমা শিক্ষার্থীদের কমিউনিটি ক্লিনিকে নিয়োগ এবং সরকারি-বেসরকারি ক্লিনিকে পদ সৃষ্টি ও ইন্টার্নশিপ ভাতা বাড়ানো।’