কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন দেশের মানুষের জন্য ছাত্রলীগ কি করবে, কি স্বপ্ন ছাত্রলীগ দেখাবে তার হিসাব-নিকাশ এই প্রতিনিধি সভাই তার শুরু । ছাত্রলীগের মিশন ও ভিশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ ও ২০৪১ সালের সাথে একই সুতোয় গাথাঁ বলে জানিয়েছেন ।
সোমবার (১৫মে) দুপুরে নগরী রীমা কমিউনিটি সেন্টারে আয়োজিত ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা জানান।
ছাত্রলীগের এই বয়সটি স্বপ্ন দেখার সময় জানিয়ে জাকির হোসেন বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের অবশ্যই জ্ঞানে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ ও বিশ্বকে নেতৃত্ব দিতে চান তাহলে নিজেকে গড়ে তুলুন।
কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের ওয়ার্ড, উপজেলা, জেলা ও মহানগরীসহ সব ইউনিটে কী কী সমস্যা রয়েছে সেটি জানতে আমাদের এই প্রতিনিধি সভা। আমরা চাচ্ছি অতি শিগগিরই সব ইউনিটের কমিটি ঘোষণা করতে।
প্রথমবারের মত বিভাগীয় এই প্রতিনিধি সভায় ছাত্রলীগের ১৮টি ইউনিটের মধ্যে (৪টি ইউনিট স্থগিত রয়েছে)। ১৪টি ইউনিটের মধ্যে ১৫’শ প্রতিধিন অংশ নেয়।
এসময় প্রতিনিধিরা তাদের সমস্যার কথা জানান কেন্দ্রিয় নেতারা তাদের সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।