৫টি কম্পিউটার, ১টি প্রিন্টার ও ১টি প্রজেক্টর প্রদান করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে এই কম্পিউটার সামগ্রী ডিআরইউ নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীর সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বর্তমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত ও আইসিটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। এসময় ডিআরইউ সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মাইনুল হাসান সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, সাবেক ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন ও সাবেক কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ডিআরইউর একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেদিন তিনি ডিআরইউকে ১২টি কম্পিউটার সামগ্রী প্রদানের অঙ্গীকার করেন। তারই অংশ হিসেবে গতকাল এসব কম্পিউটার সামগ্রী হস্তান্তর করে আইসিটি মন্ত্রণালয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |