মদ স্যালাইনের প্যাকেটে ভরা হয়েছে । এরপর এসব বাধা হয় শরীরের সাথে। এভাবে অভিনব পন্থায় মদ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক যুবক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ লিটার মদ। শনিবারের দুপুরের এ ঘটনায় চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
গ্রেফতার মো. সুমন (১৯) কুমিল্লার বি-পাড়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। নগরের খুলশী থানার আমবাগান এলাকায় পরিবারের সাথে থাকেন তিনি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাঙামাটি থেকে ফেরার পর অক্সিজেন এলাকায় আটক হয় সুমন। গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে ধরে তল্লাশি করে পুলিশ সদস্যরা। এসময় দেখা যায় তার শরীরের সঙ্গে বিশেষ কায়দায় বাধা আছে স্যালাইনের প্যাকেট। এরপর সেখানে মদের অস্তিত্ব পাওয়া যায়।
তিনি আরও বলেন, রাঙামাটিতে একটি সুগারমিলে চাকরি করে সুমন। সে সুবাদে রাঙামাটি থেকে বিশেষ কৌশলে মদ এনে নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল সে। ১৫ লিটার মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।