সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরীর নাম চট্টগ্রামে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর তালিকায় প্রথম বারের মত যোগ হচ্ছে ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাদের নাম লোকমুখেও আলোচনা চলছে। ইতোমধ্যে শুরু হয়ে গেছে  চট্টগ্রাম আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ সদস্য পদের প্রার্থীদের দৌড়ঝাঁপও।

বর্তমান এমপির পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনে দলীয় নেতারাও বিভিন্ন অনুদান, রাজনৈতিক কর্মসূচী ও প্রচার-প্রচারণায় নিজেজে সক্রিয় রাখছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এলাকার বিভিন্ন ধরণের উন্নয়নের সেই চিত্রগুলো সম্ভাব্য প্রার্থী ব্যক্তি ইমেজে বা নিজেদের প্রচেষ্টার বিষয়টিও স্থানীয় জনগনকে তুলে ধরার চেষ্টা করছে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থীরা।

তবে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্যরা ছাড়াও সম্ভাব্য অনেকের নামও আলোচনায় আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাছাড়া জোট থাকলে জোটের বর্তমান এমপিরাও সম্ভাব্য আলোচনায় নাম থাকবে।

চট্টগ্রামের অধিকাংশ আসনে পুরাতন-নতুনে মিলে একের অধিক প্রার্থীর নাম আলোচনায় আসছে। আবার অনেক আসনে আওয়ামী লীগের একক প্রার্থীও রয়েছেন।

তাদের মধ্যে একক প্রার্থী হিসেবে আছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ারের মেয়ে উত্তর জেলা আওয়ামীলীগ নেতা খতিজা আনোয়ার সনি, এটিএম পেয়ারুল ইসলাম, জোটের বর্তমান এমপি নজিবুল হক মাইজভান্ডারি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান মিয়া, পৌর মেয়র জাফর উল্লাহ টিটু, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) বর্তমান এমপি দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ইউনুচ গণি চৌধুরী, জোটের বর্তমান এমপি ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) টানা তিন বারের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মোসলেম উদ্দিন আহমেদ, জোটের বর্তমান এমপি মইন উদ্দীন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) প্রবাসী মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, কেন্দ্রীয় চৌধুরী মহিবুল হাসান নওফেল, সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী, জোটের বর্তমান এমপি জিয়া উদ্দীন আহমেদ (বাবলু), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) বর্তমান এমপি মো আফছারুল আমীন, সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম-১১ (হালিশহর-পতেঙ্গা) বর্তমান এমপি এমএ লতিফ, নগর আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম-১২ (পটিয়া) বর্তমান এমপি সামশুল হক চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় নেতা বদিউল আলম, আওয়ামীলীগ নেতা মোতাহেরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আখতারুজ্জামান চৌধুরী দুইপুত্র বর্তমান এমপি সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ), আনিসুজ্জামান চৌধুরী রণি, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) বর্তমান এমপি মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) বর্তমান এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম-১৬ (বাশঁখালী) বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সিআইপি, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031