আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামির বিরুদ্ধে করা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন
দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের খাসকামরায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে জবানবন্দি রেকর্ড শেষ হয়। জবানবন্দিতে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেছেন তারা।
এর আগে বেলা ১টার দিকে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি দুই তরুণীকে আদালতে হাজির করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ (সংশোধিত) এর ২২ ধারা অনুযায়ী বিচারক খাসকামরায় জবানবন্দি লিপিবদ্ধ করেন।
গত ৬ই মে বনানী থানায় করা মামলায় বলা হয়েছে, গত ২৮শে মার্চ রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে। মামলার প্রধান আসামি সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে। অন্য আসামিরা হলেন- তার দুই বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ এবং গাড়িচালক ও দেহরক্ষী। সাফাত এবং সাকিফকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মামলায় বাদীসহ দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর পরনের কাপড়সহ আলামতের রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। আলামত পরীক্ষার জন্য পুলিশের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।