অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কোনো মাশুল নেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। আজ শনিবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেমিটেন্স বাড়ানোর ব্যাপারে প্রধানমন্ত্রী গতকাল কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন এখন থেকে রেমিটেন্সের ওপর চার্জ আর করবেন না। আই থিংক উই উইল ডু ইট। প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা এটা করব। প্রবাসীদের আর টাকা পাঠানোর জন্য পয়সা দিতে হবে না। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এখন কিছুটা মন্দাভাব চলছে। বেতনও কিছু কমানো হয়েছে। এই জন্য সেখানে থাকা প্রবাসীদের আয় কিছুটা কমবে। প্রবাসীদের থেকে রেমিটেন্ট কমার আরেকটা কারণ হচ্ছে, প্রবাসীরা আগের মতো তাদের সব টাকা পাঠিয়ে দিচ্ছেন না। তাদের হাতে কিছু টাকা রাখছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমেছে ১৬ দশমিক ০৩ শতাশ। গত ২০১৫-১৬ অর্থবছরে কমেছিল ২ দশমিক ৫২ শতাংশ।
বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য নেতারা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031