বায়েজিদ থানা পুলিশ সারাদেশের মত চট্টগ্রামেও চলছে মাদক বিক্রেতা-চোরাচালানি এবং অর্থ লগ্নিকারীসহ মাদককের রুটের সন্ধানে বিশেষ অভিযান। অভিযানের শুরুতে বায়েজিদ থানাধীন এলাকায় পৃথক অভিযানে ১৫ হাজার ইয়াবা ও ৪’শ লিটার চোলাই মদ সহ দুই জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ মে) বায়েজিদ বোস্তামি থানার নুতন পাড়া ও বায়েজিদ বোস্তামি ফায়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন সিটিজিনিউজকে জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মাদক বিক্রেতা-চোরাচালানি এবং অর্থ লগ্নিকারীসহ মাদককের রুটের সন্ধানে বিশেষ অভিযান চলছে। অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল ৮টায় বায়েজিদ থানার নুতন পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাবউদ্দিন নামে এক ইয়াবা বিক্রেতাকে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক করি। এর আগে ভোড় সাড়ে ৪টার দিকে বায়েজিদ ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি প্রভোক্স ব্র্যান্ডের প্রাইভেট কারে তল্লাশি করে চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় কারের চালক বাচা মিয়াকে আটক করা হয়। ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।