চট্টগ্রামের বিচারক আব্দুর রশীদ বুধবার ১০মে দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।অবশেষে মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন ।
তার অকাল মৃত্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিচারক ও আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আব্দুর রশিদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং শিশু বিষয়ক বিশেষ আদালতের বিচারক। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
চট্টগ্রাম জজ আদালতের কর্মকর্তা দীপেন দাশগুপ্ত জানিয়েছেন, সংকটাপন্ন অবস্থায় গত ৩ এপ্রিল আব্দুর রশীদকে নগরীর মেহেদীবাগে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী জান্নাতুল ফেরদৌস স্বামীর মতন একজন বিচারক্ষণ বিচারক। ডাস্টবিনের কাছ থেকে কুড়িয়ে পাওয়া শিশু ‘একুশ’কে নিয়ে রায় ঘোষণার দিন চোখের পানি ফেলে বলেছিলেন ‘আমার স্বামীকে অসুস্থ রেখেও শুধুমাত্র শিশুটির রায় ঘোষণা করতে আমি আদালতে ছুটে আসছি’। তার দুরদর্শিতামূলক রায়ে শিশু একুশ পেয়েছিল তার মাকে।