চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পবিত্র শবে বরাত উপলক্ষে চট্টগ্রামে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ।

বুধবার (১০ মে) দুপুরে সিএমপি’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আগামী ১১ মে সন্ধ্যা ৬টা থেকে ১২ মে ভোর ৬টা পর্যন্ত নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031