বাংলাদেশ সফর নিয়ে চলছে নাটকীয়তা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের । তবে এবার মনে হয় বিষয়টি স্থিতি পেলো। ক্রিকেট অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহি জেমস সাদারল্যান্ড নিজেই জানালেন, আগস্টের শেষের দিকে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রবল। বাংলাদেশে তারা দুটি টেস্ট খেলবেন বলেও জানালেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তার শঙ্কায় তারা সে সফর স্থগিত করে। ওই সময় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতেও তারা দল পাঠায়নি। কিন্তু এরপর বাংলাদেশ সফর করেছে ইংল্যান্ড। সম্প্রতি অস্ট্রেলিয়ার স্থগিত করা ওই সফর নিয়ে আলোচনা চলছিল। তারা ফের বাংলাদেশে নিরাপত্তা পর্যাবেক্ষক পাঠাবে বলে জানায়। এরই মধ্যে আশার কথা শুনালেন জেমস সাদারল্যান্ড। অস্ট্রেলিয়ার ‘ক্রিকেট ডটকম’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ সফরের জন্য সব প্রক্রিয়া চলছে। ওই সফরের জন্য আমরা কাজ করছি। সেখানকার বর্তমান পরিস্থিতিতে আমি খুশি। তবে নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আরো খোঁজ-খবর নিচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় সব ধরনের খোঁজ-খবর নেয়া শেষ। পররাষ্ট্রমন্ত্রণালয় ও অন্যান্য সরকারি এজেন্সির মাধ্যমে সে দেশের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছি। এখন আসন্ন সফরের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ সম্ভাব্য এ সফর আগস্টের শেষ দিকে হবে বলেও জানালেন জেমস সাদারল্যান্ড। দুই টেস্ট হবে ঢাকা ও চট্টগ্রামে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলে ২০০৬ সালে। সেবার ফতুল্লায় ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার পেসার জেসন গিলেস্পি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031