শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মিরপুর রুটে চলচলকারী উত্তরণ বাসে এক ছাত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রক্টরের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ।

মঙ্গলবার সকালে মিরপুর থেকে ক্যাম্পাসে আসার সময় এ ঘটনা ঘটে।
গণযোগযোগ ও সাংবাদিতা বিভাগের দ্বাদশ ব্যাচের ফারজানা ইসলাম জেবা তার অভিযোগে বলেছেন, সকালে মিরপুর থেকে উত্তরণ বাসে ক্যাম্পাসে আসার সময় এক বড় আপু আমাকে তার ব্যাগ বহন করতে বলে। আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তার ব্যাগ বহন করতে অস্বীকৃতি জানালে ওই আপুসহ বাসের অন্যরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমি এর প্রতিবাদ করলে ছেলেরা আমার গায়ে হাত দেয়, ওড়না টানাটানি করে এবং আমাকে মারধর করে। মারধরের কারণে আমার চশমা ভেঙে যায় এবং ব্যাগ ছিড়ে যায়।

জেবা আরো বলেন, আমাকে সবাই মিলে বাসে চরম হেনস্থা করে এবং তারা আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করে আমার আইডি কার্ড নিয়ে যায়। আমার খাবারের বাটি ফেলে দেয়। আমি এর উপযুক্ত বিচার চাই।

একই বিষয়ে প্রক্টর অফিসে অভিযোগ করেছেন বাসের কিছু শিক্ষার্থী। ফার্মেসি বিভাগের দশম ব্যাচের আঁখি, হিসাববিজ্ঞান বিভাগের একাদশ ব্যাচের শফিকুল ইসলাম, ফিনান্স বিভাগের নবম ব্যাচের জিসান বিশ্বাস, সমাজকর্ম বিভগের দশম ব্যাচের রিয়া ফারহানা তুলিসহ আরো অনেক শিক্ষার্থী তাদের অভিযোগে বলেন, ফারজানা ইসলাম জেবা বাসে শৃঙ্খলা ভঙ্গ করে মেয়েদের মারধর করে, গালিগালাজ করে ও চড়-থাপ্পর মারে এবং আমাদের দেখে নেয়ার হুমকি দেয়।

এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ব্যাপার। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যথাযথ প্রমাণ নিয়েই এর বিচার করা হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031