ফেসবুক ভারতের প্রত্যান্ত এলাকায় ফ্রি ইন্টারনেট পরিষেবার পর এবার ওয়াইফাই এক্সপ্রেস চালু করতে যাচ্ছে । দেশটির একটি টেলিকম অপারেটর সঙ্গে যৌথভাবে এই পরিষেবা চালু করা হবে।
এর আগে গুগল ভারতের বেশ কিছু রেল স্টেশনে ওয়াইফাই চালু করেছে। শিগগিরই ওয়াইফাই পরিষেবা-যুক্ত স্টেশনের সংখ্যা ৪০০ তে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
আরও এক ধাপ এগিয়ে, এবারে ওয়াইফাই পরিষেবায় মাঠে নামছে ফেসবুক। ভারতের প্রত্যন্ত এলাকা, যেখানে ইন্টারনেট পরিষেবার জন্য হা-পিত্তেশ করতে হয় মানুষকে, সেই রকম এলাকায় ‘এক্সপ্রেস ওয়াইফাই’ চালু করা হবে।
শুরুতে উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান ও মেঘালয়, এই চার রাজ্যে ফেসবুকের ওয়াইফাই হটস্পট বসানো হবে বলে জানা গেছে। এই চার রাজ্যে মোট ৭০০ হটস্পট ও ৫০০ রিটেলারের সাহায্যে, সস্তায় ডেটা প্যাক কিনতে পারবেন ব্যবহারকারী।
পরবর্তীকালে, এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও ২০ হাজার হটস্পট বসানোর পরিকল্পনা রয়েছে ফেসবুকের।
বর্তমানে ইন্দোনেশিয়া, তানজানিয়া, কেনিয়া ও নাইজেরিয়ার ফেসবুকের ‘এক্সপ্রেস ওয়াইফাই’ চলছে রমরমিয়ে।