মিশা সওদাগর সভাপতি আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন মিশা-জায়েদ।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চিত্রনির্মাতা মনতাজুর রহমান আকবর। ৬২৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৮৩ জন।
সভাপতি পদে ওমর সানি ও ড্যানি সিডাককে পেছনে পেলে জয়ের মালা পরেছেন মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক পদে অমিত হাসান, ইলিয়াস কোবরাকে টপকে যান জায়েদ খান।