বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলছে । টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছে মুশফিক বাহিনী। জয়ের জন্য সাসেক্সের প্রয়োজন ৩১৫ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেছেন ইমরুল কায়েস। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। অর্ধশতকের দেখা পেয়েছেন সাব্বির রহমান। এছাড়া সোহান ২৭, মোসাদ্দেক ৭, সৌম্য ৬, নাসির ৫, সানজামুল ৫, তাসকিন ৪ রান করেছেন।
প্রস্তুতি ম্যাচ বলে সাসেক্স একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ আর শফিউল ইসলাম। স্ত্রীর অসুস্থতার খবর শুনে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশে থাকায় প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন মুশফিক। বিশ্রামে আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
উল্লেখ্য, প্রথম প্রস্তুতিতে মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছিল সফরকারীরা। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ: ৩১৪/৯ (কায়েস ৯২*, মিরাজ ৬০*, সাব্বির ৫২, মুশফিক ৪০, সোহান ২৭, মোসাদ্দেক ৭, সৌম্য ৬, নাসির ৫, সানজামুল ৫, তাসকিন ৪)।