সদরঘাট থানার শতাধিক পুলিশ বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগরীর পুলিশ। বুধবার ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে ফেনসিডিল উদ্ধারে অভিযান চালায় ।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ অভিযানে ফেনসিডিল উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কলোনিতে ভোর চারটা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ।
অভিযানে কলোনির একটি স্থানের মাটি খুঁড়ে ড্রামের ভেতরে থাকা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তাগুলোতে কতগুলো ফেনসিডিলের বোতল আছে তা জানতে গণনা চলছে। অভিযানে পুলিশের একশরও বেশি সদস্য নিয়োজিত রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান শাহ মো. আবদুর রউফ।
পুলিশ জানায়, নগরীর সদরঘাট থানার বরিশাল কলোনি এমনিতেই মাদকের আখড়া হিসেবে পরিচিত। এ কলোনিতে চার শতাধিক ঘর রয়েছে। কলোনির বিশাল একটি সিন্ডিকেট মাদক ব্যবসায় জড়িত। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এ কলোনিতে পুলিশ একাধিকার হামলার শিকার হয়েছে।