মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব দশম সংসদ নির্বাচনের মত আগামী নির্বাচনে সরকারকে আর একতরফা খেলতে না দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে তারা কি বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিচ্ছেন কি না-এ বিষয়টি স্পষ্ট করেননি বিএনপি নেতা। জানিয়েছেন সংলাপের আহ্বান।

বুধবার দুপুরে রাজধানীতে এক আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। বিএনপি-জামায়াতের নেতৃত্বে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি রাজনীতিতে ‘গুণগত পরিবর্তন ও আগামীর নির্বাচন’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। আগামী নির্বাচনেও তত্ত্বাবধায়ক সরকার আসছে না-সরকারের এই ঘোষণার পর বিএনপি তুলছে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি। আর এই সহায়ক সরকার নিয়েই সংলাপে বসতে চায় বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আসুন নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনা করি, সংলাপ করি। কিন্তু আপনারা সেটা করবেন না। আলোচনায় বসলে আপনাদের আসল কথা ফাঁস হয়ে যাবে। আপনারা জয়ী হতে পারবেন না। আপনারা চান নিজেরাই রেফারি থাকবেন, লাইন্সম্যান থাকবেন। কিন্তু একতরফা খেলা হবে না।’

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন আগামী নির্বাচন হবে সংবিধান মোতাবেক। কিন্তু সংবিধানকে তো আপনারাই কেটেকুটে কাগজে পরিণত করেছেন।’

মৎস ও প্রাণী সম্পদমন্ত্রীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাদের অস্ট্রেলিয়া সফরের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘মন্ত্রী দেশের বাইরে গেছেন। কিছুদিন আগে হাওরের যে মহাপরিচালক দেশের বাইরে। অর্থাৎ তারা দেশটাকে তারা বিনোদনের জায়গা মনে করছে। অর্থ উপার্জন করবে, বিদেশে যাবে, বিনোদন করবে।’

ক্ষমতায় না থাকলে টাকা নিয়ে পালাবার পথ থাকবে না-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এমন বক্তব্য নিয়েও কথা বলেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘এসব কথা এখন তারা নিজেরাই বলছেন। যে টাকা পয়সা যা অর্জন করেছ আগামীতে ক্ষমতায় থাকতে না পারলে তা নিয়ে দেশে থাকা যাবে না।’

বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে এমন দাবি করে তিনি বলেন, ‘এমন কঠিন সময় আগে কখনো আসেনি। ৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল সেই স্বপ্ন খান খান হয়ে গেছে।’ তিনি বলেন, ‘দুঃখের বিষয় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই দলটির  (আওয়ামী লীগ) হাতেই গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে।’

প্রধান বিচারপতির এক মন্তব্যের কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন দেশে আইনের শাসন নেই। বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগ প্রভাব বিস্তার করছে। এটা একটি বড় অভিযোগ।’

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীমের সভাপতিত্বে এবং মহাসচিব এমএম আমিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে  বিএনপি ও কল্যাণ পার্টির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031