চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত পবিত্র মাহে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবি জানিয়ে এক সমাবেশে বক্তারা বলেছেন, মাহে রমজান মাস শুরু হওয়ার আগেই খাদ্যদ্রব্য ও নিত্যপণ্যের দাম প্রতিদিন পালা দিয়ে বেড়ে চলছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ায়।
বক্তারা বলেন ব্যবসায়ী সিন্ডিকেটদের নিয়ন্ত্রণ কিংবা বাজার মনিটরিং ও অবকাঠামোর ভিত্তিতে কোন নীতিগত সিদ্ধান্ত না থাকার দরুণ অধিক মোনাফাখোর ব্যবসায়ীরা দ্রব্যমূল্য ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে সুযোগ নিচ্ছে।
রামজান মাস শুরু হওয়ার এক মাস আগে থেকে চাল,ডাল,চিনি, চোলা, পেয়াজ,রসুন, আদা, শুকনো মরিচ, ভোজ্য তৈল, মসলা জাতীয় দ্রব্যসহ কাচাঁ বাজারে মুরগী, গরুর মাংস পালা দিয়ে দাম বাড়ছে।ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কথা বলা হলেও এখনও কাঁচা বাজারের তদারকি শুরু হয়নি।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অব্যাহত থাকলে রমজান মাসে খেটে খাওয়া ভোক্তাদের দুর্ভোগ বাড়বে। বক্তারা বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির চিহ্নিত সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে পারলে বাজারের নিত্যপণ্যের দাম স্থিতিশীল হবে পাশাপাশি বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
কনিবার নগরীর মোমিন রোডস্থ সংগঠনের ‘নাগরিক অধিকার’ হলে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী।
চট্টগ্রাম নাগরিক অধিকার বস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাংবাদিক আলী আহমেদ শাহিন,ব্যাংকার ফাতেমা আক্তার, আনসারুল হক আনসার, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, শিবির আহমেদ ওসমান, মাওলানা জয়নাল আবেদীন চিশতী,মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, প্রণবরাজ বড়–য়া, রেবা বড়–য়া, ডা. দুলাল কান্তি চৌধুরী, পারভীন আক্তার চৌধুরী, , রোজী চৌধুরী, রিমন মহুরী, এস এম শফিকুর রহমান, আনিস আহমেদ খোকন,হারুন উর রশিদ, মোখলেছুর রহমান, সৈয়দ জাহিদ হোসেন, কাজী মোঃ আইয়ুব, শাহেদ আমিন, রফিকুল ইসলাম রাজু, সমীরণ পাল, জামাল উদ্দিন, মোঃ খোকন প্রমুখ।