শনিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ লন্ডন থেকে জার্মানে এসে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগসহ জার্মান আওয়ামী লীগ নেতারা।
স্বাগত জানাতে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্তের নেতৃত্বে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- সর্বইউরোপিয়ান আ.লীগের প্রবাসীকল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, জার্মান আ.লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম পুলক, বিএম ফরিদ আহমেদ, হাফিজুর রহমান আলম, শাহাবুদ্দিন প্রমুখ।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ রবিবার জার্মানের গিজেন শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে জার্মান আ.লীগ নেতারা জানিয়েছেন। সোমবার তার লন্ডনে ফিরে যাবার কথা রয়েছে।