মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার পৃথক অভিযানে চার কেজি গাঁজা, ৩৪০পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ।
শনিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন- বাগেরহাটের টাউন নোয়াপাড়া এলাকার বিক্রম শেখের স্ত্রী বিউটি বেগম (৫৫), খুলনার নতুন বাজার এলাকার আবুল কালামের স্ত্রী নাহার বেগম (৩০) ও খুলনার সোনাডাঙ্গা থানাধিন ফরাজীপাড়া এলাকার মৃত আমীর হোসেন বাদলের ছেলে মো. মাহজাহান কবির মিঠু (৩৯)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর ‘ক’ সার্কেলের পরিদর্শক আহসান হাবীব ঢাকাটাইমসকে জানান, আজ শনিবার ভোর থেকে পৃথক অভিযানে এসকল মাদক দ্রব্য উদ্ধার করা হয়। আটক করা হয় তিনজনকে।
অভিযানে মাদক দ্রব্য অধিদপ্তর খুলনার গোয়েন্দা পরিদর্শক পারভীন আক্তার, ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মনোজ কুমার উপস্থিত ছিলেন।