ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত- এমন ৫০ জনকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে । এর অংশ হিসেবে তাদেরকে ৫০টি সেলাই মেশিন ও প্রত্যেককে চার হাজার টাকা করে দেয়া হয়েছে।
শনিবার বিকালে ঢাকার সরকারি তিতুমীর কলেজে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে তাদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার সফল হয়েছে। এখন সরকার অপরাধীদের অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের কাজের সুযোগ করে দিচ্ছে।
ডিসি মোস্তাক আহমেদ জানিয়েছেন, তার এলাকায় মাদক প্রতিরোধের পাশাপাশি এ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সেবীদের পুনর্বাসনের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এ প্রক্রিয়ায় আরো দুই শতাধিক মাদক ব্যবসায়ী ও মাকদ সেবনকারী রয়েছেন যাদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে।