পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলামকে আটক করেছে। তিনি উপজেলা জামায়াতের একজন শীর্ষ নেতা। তার বাড়ি গোদাগাড়ী পৌর এলাকাতেই।
শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদর ডাইংপাড়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নেয়া হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে পুলিশ নিশ্চিত হয়েছে, সাবেক মেয়র আমিনুল নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই তাকে আটক করা হয়েছে।
ওসি জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।