ফোন ৩৩১০ নকিয়ার নস্টালজিক শিগগিরই ভারতে মিলবে । ফোনটি কেনার জন্য মে মাস থেকে অনলাইনে প্রি-অর্ডার দেয়া যাবে। ১৯ মে থেকে ফোনটি হাতে পাওয়া যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৯৯ রুপি।

এখনও অনেকের কাছেই নকিয়া মানেই নস্টালজিয়া। আর সেই ফোনটা যদি হয়, নকিয়া ৩৩১০ তাহলে তো আর কথাই নেই। কারণ ২০০ সালে বাজারে আসার পর  টেকসই, স্থায়িত্ব এবং ব্যাটারি ব্যাক আপের বিচারে বাকি ফোনগুলিকে কয়েক শো মাইল পিছনে ফেলে দিয়েছিল নকিয়ার এই মডেলটি। কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনের বিপ্লবে প্রতিযোগিতার বাজারে ক্রমেই পিছিয়ে পড়ে একসময় মোবাইল রাজত্বে একাধিপত্য করা নকিয়া।

অ্যানড্রয়েড বা আইফোনের সঙ্গে তুলনা করলে খুব কম সংখ্যক মানুষই আছেন যারা এখনও নকিয়া ফোন ব্যবহার করেন। কিন্তু আজও সাধারণ মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় ‘নকিয়া’ ব্র্যান্ড। আর তাই ঘুরে দাঁড়াতে সবরকম প্রস্তুতি নিয়েছে এই কোম্পানি।

নতুন এই নকিয়া ৩৩১০ পুরনো ৩৩১০ এর মতো হুবহু  নয়। অবশ্য পুরনো ফোনটির আকৃতি-সহ বেশিরভাগ জনপ্রিয় বৈশিষ্ট্যই রাখা হয়েছে অক্ষুণ্ণ। তবে সাধন করা হয়েছে উন্নয়ন। এই ফোনটিতে স্মার্টফোনের কিছু বৈশিষ্ট্য থাকলেও এটি মূলত একটি ফিচার ফোন।

এতে সীমিত আকারে ইন্টারনেট ব্যাবহার করা যাবে। রয়েছে একটি মাত্র ক্যামেরা। যা ২ মেগাপিক্সেল ক্ষমতার। অবশ্য পুরনো ৩৩১০ ফোনটিতে কোন ক্যামেরাই ছিল না।
সেই আমলে মানুষ মোবাইল ফোনে ইন্টারনেটও ব্যবহার করতে পারত না। তবে এটির ব্যাটারির ক্ষমতা সেই আগের মতোই।

প্রস্ততকারকদের বক্তব্য, একবার পুরো চার্জ দিলে এটির ব্যাটারি এক মাস পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। আর কথা বলা যাবে টানা ২২ ঘণ্টা।

নতুন ৩৩১০ এর পর্দা রঙিন। পুরনো ৩৩১০ এর পর্দা ছিল সাদাকালো।

এটিতে রয়েছে সেই জনপ্রিয় ‘স্নেক’ গেমটিও। তবে ক্লাসিক সংস্করণ নয়, ৩৩১০ এ খেলা যাবে স্নেক-এর আধুনিক সংস্করণ।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031