এদিন সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১৩০ রানে হারিয়েছে তারা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ অধিনায়ক মেহেদী মারুফের সেঞ্চুরিতে বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বৃহস্পতিবার প্রাইম ব্যাংকের দেয়া ২৮৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শফিউল হায়েত। প্রাইম ব্যাংকের পক্ষে আরিফুল হক ৩টি, আল-আমিন হোসেন ২টি, নাহিদুল ইসলাম ১টি, নাজমুল ইসলাম ১টি, আল-আমিন ১টি ও তাইবুর রহমান ১টি করে উইকেট নেন।

আজ সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৮৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলের পক্ষে অধিনায়ক মেহেদী মারুফ ১০১ রান করেন। ভিক্টোরিয়ার পক্ষে মনির হোসেন ৩টি, মইনুল ইসলাম ২টি, রুবেল মিয়া ২টি ও ইসলামুল আহসান ২টি করে উইকেট নেন।

চতুর্থ রাউন্ড শেষে আট পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে সবার উপরে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আর শূন্য পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১৩০ রানে জয়ী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ইনিংস: ২৮৩ (৪৯.৪ ওভার)

(মেহেদী মারুফ ১০১, নাহিদুল ইসলাম ২৫, অভিমান্যু ইসওয়ারান ৩৩, জাকির হাসান ১৪, আল-আমিন ১৩, আসিফ আহমেদ ৩৭, তাইবুর রহমান ৬, সালমান হোসেন ২৮, আরিফুল হক ৯, নাজমুল ইসলাম ৫, আল-আমিন হোসেন ১*; আশিকুজ্জামান ০/৪৬, তাওহিদুল ইসলাম ০/৩৫, মনির হোসেন ৩/৪৪, মইনুল ইসলাম ২/৩৬, রুবেল মিয়া ২/৫৬, ইসলামুল আহসান ২/৪৯, রোশেন সিলভা ০/১৬)

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: ১৫৩ (৩৩.৫ ওভার)

(রুবেল মিয়া ০, নাসিরুদ্দিন ফারুক ২৭, আবু সায়েম ০, উত্তম সরকার ২৪, রোশেন সিলভা ৬, শফিউল হায়েত ৪২, মইনুল ইসলাম ১১, মনির হোসেন ২৫, আশিকুজ্জামান ১৩*, ইসলামুল আহসান ০, তাওহিদুল ইসলাম ২; আল-আমিন হোসেন ২/১৪, সালমান হোসেন ০/১৩, নাহিদুল ইসলাম ১/৩৭, নাজমুল ইসলাম ১/১৮, আল-আমিন ১/১১, তাইবুর রহমান ১/২৮, আসিফ আহমেদ ০/১৮, আরিফুল হক ৩/১৪)

প্লেয়ার অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031