সাবেক স্বামী শাহরিয়ার ইসলাম শাওন চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ।
মঙ্গলবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশ প্রতিবেদন গ্রহণ করে এ অব্যাহতির আদেশ দেন।
এর আগে গত ২৯ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই সোহরাব মিয়া তথ্যগত ভুলের কারণে মামলাটি দায়ের হওয়ায় শাওনের অব্যাহতি চেয়ে প্রতিবেদন দাখিল করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ১৫ মে নিকাহ রেজিস্ট্রার মো. সালাউদ্দিনের মাধ্যমে শাওনের প-১৩, মধ্যবাড্ডার নিজ বাসায় রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয়। যা কাজির ‘এ’ ভলিউম নং ১৮৬/১৫, পৃষ্ঠা নং-৬৫-তে রেজিস্ট্রি হয়েছে। বিয়ের এক মাসের মধ্যে মাহিয়া মাহি চলচিত্রে কাজ শুরু করায় তাদের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে তারা আলাদা থাকা শুরু করেন। পরে তাদের মধ্যে খোলা তালাক হয় মর্মে পারিবারিক সূত্রে জানা যায়। বিয়ের পর উভয়ের অন্তরঙ্গ ছবি শাওনের ফেসবুক আইডিতে পোস্ট হয়েছে। যা তিনি সরল বিশ্বাসের করেছেন। বাদী মাহি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় ছবিগুলো নজরে আসায় ভুল-বোঝাবুঝি সৃষ্টির মাধ্যমে মামলাটি দায়ের হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ মে উত্তরা পশ্চিম থানায় নায়িকা মাহি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এই মামলা করেন। ওই মামলায় ওইদিনই শাওন গ্রেপ্তার হয়। পরে দুই দিনের রিমান্ড শেষে ৩১ মে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ওই বছর ১৬ জুন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেন।