সাধারণর সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক সমস্যা চিহ্নিতকরণ, দলীয় কোন্দলের কারণ ও সমাধান নির্ণয় এবং আগামী নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে নির্দেশনা দিতে দুই জেলার নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে জানিয়ে দলের সাধারণ সম্পাদক নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন।

রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বৈঠকে দুই জেলার নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহাবুব উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দুটি জেলার নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রী (শেখ হাসিনা) নির্দেশ দিয়েছেন সবাইকে ‘এডজাস্ট’ করে চলতে হবে। ছোটখাটো ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে সংগঠনের জন্যে নিবেদিত হয়ে কাজ করতে হবে।’

দুই জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট নেতাদের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের সম্মেলন করতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে দলের অভ্যন্তরে ভুল বোঝাবোঝি দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করতে জেলার নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছি আমরা। এরই অংশ হিসেবে রবিবার দুটি জেলার সঙ্গে বৈঠক করেছি আমরা।’

হানিফ বলেন, ‘বৈঠকে তৃণমূলের নেতাদের কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সর্বস্তরে দলের সম্মেলন করতে হবে।’ তিনি বলেন, ‘তৃণমূল নেতাদের নির্দেশনা দেয়া হয়ছে, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। এর জন্যে ছোটখাট ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করতে হবে।’

বৈঠক বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ বলেন, ‘বৈঠকে দলের সাধারণ সম্পাদক আমাদেরকে একটি বার্তা দিয়েছেন যে, আগামী নির্বাচন প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। এর জন্যে সবাইকে প্রস্তুতি নিতে হবে। দ্বন্দ্ব-কোন্দল, ভুল বোঝাবোঝি এসব ভুলে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।’

কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান বলেন, ‘দলের ভেতরে যেসব ছোটখাট ভুল বোঝাবুঝি রয়েছে তা দূর করার পরামর্শ দিয়েছেন তিনি। তৃণমূলের সর্বস্তরের সম্মেলন শেষ করতেও নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক।’

পরে দলের ওবায়দুল কাদের কুমিল্লা দক্ষিণের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হককে নিয়ে বৈঠক করেন। সেখানে আগামী ৩০ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিনিধি সম্মেলনের দিনক্ষণ ঠিক করা হয়েছে বলে জানা গেছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031