চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহরে জলাবদ্ধতা দূর করতে সরকারের কোনো মহাপরিকল্পনা নেই। এ কারণেই দেশের বিভিন্ন জায়গায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বন্দরনগরীর এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে চলে যায় কয়েক ঘণ্টার জন্য।
এই অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার দুর্নীতিকে জাতীয়করণ করেছে। বিভিন্ন প্রকল্পের নামে টাকা নেওয়া হয়, কিন্তু কাজ হয় না।’
হাওর এলাকায় অকাল বন্যা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলেই হাওর অঞ্চলের জনগণের কথা চিন্তা করছে না। সরকারের উচিত হবে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।’
বিএনপি তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে এমন মন্তব্য করে ফখরুল বলেন,‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা মহানগরের আংশিক কমিটি দিয়েছেন। এই্ প্রথম নগর বিএনপিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তরুণ ও প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জনগণকে নিয়ে আন্দোলন করতে পারবে। তারা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে।’
বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিএনপি কাজ করছে জানিয়ে মহাসচিব বলেন, ‘যথাসময়ে তা তুলে ধরা হবে। নির্বাচনকালীন সরকার হতে হবে দল নিরপেক্ষ।’
এই রূপরেখা না মানলে বিএনপির নির্বাচনে অংশ নেবে কি না- জানতে চাইলে ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে তখনই যাবে যখন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা বন্ধ করতে হবে। সব নেতাকর্মীকে মুক্তি দিতে একই সাথে নির্বাচনকালীন সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।’
অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘গতবার একতরফা নির্বাচন করতে পারলেও এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সহজ হবে না। বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল। বিএনপির নিবন্ধন নিয়ে তাঁরা শঙ্কিত নন। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না ‘
সরকারের ভারত সফরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভারতে গিয়ে এ সরকার শুধু দিয়ে এসেছে, কিছু আনতে পারেনি। আমাদের ন্যায্য অধিকার তিস্তার পানিসহ অভিন্ন ৫৪ টি নদীর পানির চুক্তি ভারতের সাথে করতে পারেনি। কারণ এ সরকারের জনগণের কোনো ভিত্তি নেই। ভারতকে খুশি করতেই সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে বলেও দাবি করেন। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই এমন সিদ্ধান্ত নিতে পারছে সরকার।
এসময় বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।