সর্বকালের সেরা একাদশ নির্বাচন করার জন্য ইতিমধ্যে সাতজন ব্যাটসম্যান নির্বাচন করে ফেলেছেন পাঠকরা। সবচেয়ে বেশি ভোট পেয়ে ক্রমান্বয়ে সেরা সাতে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, ডেভিড মিলার ও ইউসুফ পাঠান। এবার সেরা একাদশের জন্য এক বা দুজন অলরাউন্ডারের জন্য পাঠকদের ভোট চাওয়া হয়েছে। ইতিমধ্যে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে সর্বকারের সেরা একাদশে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভো পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট।

শুরুর দিকে চিত্রটা অবশ্য ভিন্ন ছিল। ডোয়াইন ব্রাভো সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন। এরপর ছিলেন রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড। তবে এর পরই তরতর করে এগিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। মাত্র দুদিনের ব্যবধানে ১৬ হাজারের বেশি ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছেন তিন ফরমেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকইনফোর পোলে সাকিবের পরিচিতি সম্পর্কে বলা হয়েছে, ‘২০১৪ সালের আসরে ১০ উইকেট ও ২০০ রানের বেশি করা একমাত্র ক্রিকেটার তিনি। সে বছর তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.৩৪, যা ২০০ রানের বেশি করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। যদিও তিনি অন্যদের মতো খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তবে দলের প্রয়োজনে সবসময়ই নির্ভরযোগ্য পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার আইপিএল শিরোপজয়ী দলে অন্যতম সেরা সদস্য ছিলেন তিনি, যে কি না মিডল অর্ডারে ভালো ব্যাটিং করে থাকেন আর ইনিংসের মাঝামাঝি সময়ে তাঁর স্পিন দারুণ কার্যকরী।’

সাকিবের পরে রয়েছেন ডোয়াইন ব্রাভো। তিনি পেয়েছেন ১০ হাজারের বেশি ভোট। সাত হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আন্দ্রে রাসেল। আর প্রায় ৫ হাজার ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031