শুক্রবার ভোর থেকে কয়েক ঘণ্টার টানা বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে।
জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তাই নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
কর্ণফুলীর জোয়ার আর ভারি বর্ষণ একই সঙ্গে হওয়ায় নগরী থেকে পানি নদীতে নামতে না পারায় নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বলে উল্লেখ করে মেয়র বলেন, এই জলাবদ্ধতা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। জলাবদ্ধতা নিরসনে আমি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এর মধ্যে শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে নগরবাসী যে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন এ জন্য আমি নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।
চট্টগ্রাম সিটি মেয়র আজ সকালে নগরীর আগ্রাবাদ, বন্দরসহ জলমগ্ন কয়েকটি এলাকা পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে দুঃখ প্রকাশ করেন। জলাবদ্ধতা দূর করতে সিটি করপোরেশনের কর্মীদের নালা নর্দমা দ্রুত পরিষ্কারের জন্য কঠোর নির্দেশ দিয়েছেন বলে জানান।