টেকনাফের শাপলাপুরে মাতাল ডাঃ এর ভূল চিকিৎসায় ঘটনাস্থলেই মারা গেল রোগী। ২০ এপ্রিল রাত ৮ টার সময় শাপলাপুর বাজারে ডাঃ অমর দাশ পুরানপাড়া এলাকার প্রবাসী সৈয়দুল ইসলামের স্ত্রী জমিলা খাতুন (৪০) চিকিৎসা নিতে গেলে এ ঘটনা ঘঠে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাপলা পুর পুলিশ অভিযুক্ত ডাঃ অমর দাশকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।
শাপলা পুলিশ ফাঁড়ির এস আই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ নিউজকে বলেন নিহতের পরিবার মামলা করলে তাদের আইনী সহায়তা করা হবে।
এদিকে শাপলাপুর বাজারের শেফা ফারমেসীতে ডাঃ অমর দাশ নিয়মিত ইয়াবা সেবন ও বাংলা মদ পান করে রোগী দেখত বলে জানান অনেকে।
শাপলা পুলিশ ফাঁড়ির এস আই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ নিউজকে বলেন নিহতের পরিবার মামলা করলে তাদের আইনী সহায়তা করা হবে।
এদিকে শাপলাপুর বাজারের শেফা ফারমেসীতে ডাঃ অমর দাশ নিয়মিত ইয়াবা সেবন ও বাংলা মদ পান করে রোগী দেখত বলে জানান অনেকে।