র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ও নগরীতে পৃথক অভিযানে ৫২ হাজার ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন সাইফুল শেখ (২৭), মো. তিতুল শেখ (২১), মো. জনি (২২), রোজিয়া বেগম (৪০) ও গুলবাহার বেগম (৪০)।
গতকাল বুধবার রাতে সীতাকুণ্ডের বড় দারোগার হাট এবং বৃহস্পতিবার ভোরে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন, রাত সাড়ে ৩টার দিকে বড় দারোগার হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওজন স্কেল এলাকায় রাজশাহীগামী ট্রাকে তল্লাশি চালানো হয়।
সেখানে চালকের আসনের পেছনে একটি প্লাস্টিকের কন্টেইনারে ৪২ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ট্রাকচালক সাইফুল, তার সহকারী তিতুল ও জনিকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোরে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ রোজিয়া ও গুলবাহারকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।