জয়পুরহাটের আক্কেলপুরে বাল্যবিয়ে ঠেকানো যাচ্ছে না দেখে এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহননকারী ওই কিশোরীর নাম মার্জিয়া সুলতানা। সে উপজেলার দেবী শাউল গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং রায়কালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।
সোমবার ভোরে উপজেলার রায়কালী ইউনিয়নের দেবী শাউল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে মার্জিয়ার বাবা আমজাদ হোসেন বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পাত্র দেখা শুরু করে। কিন্তু বিয়েতে মার্জিয়ার মত ছিল না। আজ সোমবার তাকে দেখতে শান্তাহার থেকে ছেলেপক্ষ তাদের বাড়িতে আসার কথা ছিল। জোর করে বিয়ে দিতে চাওয়ায় মার্জিয়া আত্মহত্যা করেছে বলে জানায় এলাকাবাসী।
রায়কালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মন্ডল বলেন, মার্জিয়া সুলতানা নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। সে খুব শান্ত মেয়ে ছিল। সকালে জানতে পারি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।