বিএনপি প্রার্থিরা সাধারণ নির্বাচন, উপ-নির্বাচন ও বন্ধ ঘোষিত কেন্দ্রে পুনঃনির্বাচনসহ দেশের ১৫৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাত্তা পায়নি । গতকাল ভোটগ্রহণ শেষে প্রকাশিত ফলাফল এমনটাই দেখা গেছে। ১৫৬টি ইউপিতে ভোটগ্রহণ হলেও ঢাকাটাইমসের কাছে ৪৭টি ইউপির ফলাফল রয়েছে। এসব ফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থিরা ৩১টিতে জয়ী হয়েছেন। অন্যদিকে চারটিতে বিএনপি এবং ১২টিতে দুই দলের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থিরা জয়ী হয়েছেন।

গতকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মাদারীপুরের একটি কেন্দ্র ছাড়া এসব ইউনিয়নে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের জয়ী যারা

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান সরকার (নৌকা) ১৫ হাজার ৮শ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল হুদা (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯শ ৮৬ ভোট। এছাড়াও বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবু তালেব পেয়েছেন ২ হাজার ৪শ ৩৭ ভোট।

এছাড়া শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯৬২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রুবেল রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭২০ ভোট।

চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের সৈয়দ মঞ্জুর হোসেন রিপন (নৌকা) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান (ধানেরশীষ) আব্দুল হাই।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী লোকমান হোসেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ (ধানের শীষ)।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম তালুকদার পাঁচ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থিকে পরাজিত করেছেন। তিনি ৪ হাজার ২ শত ৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুলের মালা প্রতীকের প্রার্থী তাপস চন্দ  ৪ হাজার ২ শত ৫১ ভোট পেয়েছেন।

এছাড়া আবদুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মুহাম্মদ অহিদুল আলম ১ হাজার ৯ শত ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস কে এম সেলিম আনারস প্রতীক ১ হাজার ৯৪ ভোট পেয়েছেন।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে বোরহান উদ্দিন ফকির নৌকা প্রতীকে ৫ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক মন্ডল পেয়েছেন ৪ হাজার ৬৫৫ ভোট।

জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থিরা জয়ী হয়েছেন। এদের মধ্যে নোয়াপাড়ায় মো. গোলাম মোস্তফা, বেলগাছায় মো. আব্দুল মালেক, সাপধরীতে মো. জয়নাল আবেদীন জয়ী হয়েছেন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।

৩নং দেউলবাড়ী দোবরা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মো. ওয়ালিউল্লাহ ৫ হাজার ৪শ ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আ.লীগ বিদ্রোহী) এফএম রফিকুল আলম বাবুল পেয়েছেন ৪ হাজার ৯শত ৬৮ ভোট।

৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন (উপ-নির্বাচন) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) উত্তম কুমার মৈত্র ৪ হাজার ৬শত ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান রিপন পেয়েছে ৪হাজার ৫শত ৩৩ ভোট।

ফরিদপুরের মধুখালী উপজেলা চার ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।

এদের মধ্যে কামালদিয়া ইউপিতে আওয়ামী লীগের হাবিবুল বাশার ৪৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ওয়ালিদ হাসান মামুন পেয়েছেন ৩১৩২।

ডুমাইন ইউপিতে আওয়ামী লীগের খুরশিদ আলম মাসুম ৩৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী শাহ আসাদুজ্জামন তপন পেয়েছেন ২৮৭৫ ভোট

মেকচামী ইউপিতে আওয়ামী লীগের হাসান আলী খান ৪২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ সবুজ পেয়েছেন ১৮০৯ ভোট।

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলী আশরাফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল্লাহ মারুফকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৪ হাজার ৩৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী স্বতন্ত প্রার্থী মো. এনায়েত হোসেন খসরু পেয়েছেন ১ হাজার ২৮৯ ভোট।

ভোলার মনপুরা ও দৌলতখান উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমানত উল্ল্যাহ আলমগীর নৌকা প্রতীকে ৫৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী যোবায়ের হাসান রাজিব চৌধুরী ধানের শীষ প্রতীকে ২৪৯৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অর্জন করেছেন৷

দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহি সরোয়ার ভুট্ট নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন৷ এছাড়া দৌলতখানের হাজীপুর ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় হামিদুর রহমান টিপু পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷

টাঙ্গাইলের মির্জাপুরে তিনটি ইউপিতে আওয়ামী প্রার্থিরা জয়ী হয়েছেন। এদের মধ্যে লতিফপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (নৌকা) পেয়েছেন ৬ হাজার ৯০৭ ভোট, নিকটতম আলী হোসেন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।

আজগানা ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সিকদার (নৌকা) ১০ হাজার ৬২৯ ভোট, নিকটতম আবুল হোসেন কনক (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৫২৩ ভোট।

ভাওড়া ইউনিয়নে মো. আমজাদ হোসেন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৩১ ভোট, নিকটতম সাইদুর রহমান খান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউপিতে চেয়ারম্যান পদে আ.লীগের নুরুল হক বিজয়ী হয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মো. আবদুল জলিল এবং লতাচাপলীতে আওয়ামী লীগ প্রার্থী মো. আনছার উদ্দিন মোল্লা বিজয়ী হয়েছেন।

এছাড়া দশমিনা উপজেলার চরবোরহানে আ’লীগ প্রার্থী নজির সরদার নির্বাচিত হয়েছেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুরে আওয়ামী লীগের প্রা্র্থী মাহবুবুর রহমান লিটু সরদার ও বিকেনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. সাইদুর রহমান জয়ী হয়েছেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোলে আ.লীগ প্রার্থী মারিয়া হোসেন নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আইয়ূবপুরে আ.লীগ প্রার্থী নজরুল ইসলাম ও দরিয়াদৌলতে আ.লীগ প্রার্থী শরিফুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

বিএনপির জয়ী যারা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. হাসনাত ডালিম। তিনি ৪ হাজার ২শত ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নান্না মিয়া পেয়েছেন ৩ হাজার ৪শত ৬১ ভোট পেয়েছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউপিতে ৩০৭০ ভাট পেয়ে  জয়ী হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের জাকির হোসেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকে বদরুজ্জামান বাবু পেয়েছেন ২৫৯২ ভোট।

টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থিরা জয়ী হয়েছেন। এদের মধ্যে বহুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৭৭৯ ভোট, নিকটতম আবু সাইদ ছাদু (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭২৫ ভোট।

তরফপুর ইউনিয়নে মো. সাইদ আনোয়ার (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৮২ ভোট, নিকটতম স্বতন্ত্র শরীফুর রহমান পেয়েছেন ৪ হাজার ৭৯৯ ভোট।

স্বতন্ত্র জয়ী যারা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হোসেন ইমাম ওরফে সোনা মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ২৮৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২ হাজার ৪৩৪টি।

চাঁদপুরের মতলব উত্তরের সুলতানাবাদ ইউনিয়নে আলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) মঞ্জুর মোর্শেদ স্বপন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ’লীগ সমর্থিত (নৌকা) প্রার্থী আমিরুল ইসলাম পাটওয়ারী খোকা।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু আনারস প্রতীকে ৩ হাজার ৪৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান খান নৌকা প্রতীকে ৩ হাজার ১৪৫ ভোট পেয়েছেন।

জামালপুরের ইসলামপুরের কুলকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান সনেট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে জয়লাভ করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী আবু নাসের ওয়াহেদ দ্বিতীয় স্থানে রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাদেক সরকার হয়েছেন তৃতীয়। অপর আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান হয়েছেন ৪র্থ।

সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাজ্জাদ মাহমুদ সাজিব ও উত্তর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী রজব আলী বিজয়ী হয়েছেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেহেনা নেয়ামুল আকন (আনারস)।

টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) মো. আব্দুর রউফ (আনারস) পেয়েছেন ৩ হাজার ৫৩৬ ভোট, নিকটতম শহীদুর রহমান মৃধা (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৬৪১ ভোট।

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাফিজার রহমান (আনারস) বিজয়ী হয়েছেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মহাতাব উদ্দিন সরকার বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরে আ.লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন জয়ী হয়েছেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031