কোস্ট গার্ড সদস্যরা সেন্ট মাটিনের অদূরে সমুদ্রে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে । এসময় একটি ট্রলারসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুল মুনাফ (৫৫), মো. ইসমাইল (৫৮), মো. হোসেন (৩৫), মো. দুদু মিয়া (৬০), মো. আমির (৪৫), নুরু হোসেন (৫০)। তাদের সকলের মিয়ানমার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড চট্রগ্রাম জোনের গণসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার ওমর ফারুক জানান, শনিবার দুপুরে সেন্ট মাটিনের অদূরে দুই নটিক্যাল মাইল পূর্বে সমুদ্র দিয়ে ইয়াবা চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে সেন্ট মার্টিন ষ্টেশনের কর্মকর্তা লে. এম মহিউদ্দিনের এর নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধাওয়া করে একটি ট্রলারসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করা হয়। এসময় ট্রলারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
তিনি আরও জানান, এছাড়া একই দিন টেকনাফ কেরুনতলী নামক এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার স্টিক অবৈধ মারবেল সিগারেট কাটন জব্দ করা হয়। তবে এসময় কেউ আটক হয়নি। ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশ দায়ে মামলা দিয়ে রাত ৯ টায় থানায় সোর্পদ করা হয়েছে।